আজ রোববার (২২ ডিসেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রিপরিষদ বিভাগের পক্ষ থেকে মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, ‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের ভূমি মন্ত্রণালয় এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা এ. এফ. হাসান আরিফের ইন্তেকালে আগামী সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, রাষ্ট্রীয় শোক পালন করা হবে।’
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, ‘এই উপলক্ষে সোমবার দেশের সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠানসমূহে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে।’
এছাড়াও, উল্লেখ করা হয়েছে, ‘মরহুমের রূহের মাগফেরাতের জন্য সোমবার দেশের সব মসজিদে বিশেষ দোয়ার আয়োজন করা হবে। একইসঙ্গে অন্যান্য ধর্মীয় উপাসনালয়েও তার আত্মার শান্তির জন্য প্রার্থনার ব্যবস্থা নেওয়া হবে।’
প্রসঙ্গত, গত শুক্রবার (২০ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টায় রাজধানীর ল্যাবএইড হাসপাতালে হৃদ্রোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা এ. এফ. হাসান আরিফ। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর।
২০২৪ সালের ৮ আগস্ট তিনি অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে নিযুক্ত হয়েছিলেন |