পঞ্চগড় জেলার একমাত্র সদর হাসপাতালকে জনগণের আস্থার জায়গা হিসেবে দেখতে চাই বলে জানান এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম।
আজ ২২ সেপ্টেম্বর রোজ সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন তিনি।
তিনি লিখেন, “পঞ্চগড় জেলার একমাত্র সদর হাসপাতালকে আমরা জনগণের আস্থার জায়গা হিসেবে দেখতে চাই, যেখানে সেবা হবে মুখ্য। আমরা ডাক্তারদের পাশে থাকতে চাই তাদের প্রয়োজনীয় বিষয়গুলো নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে সেগুলো সমাধান করতে চাই। রোগীদের জন্য প্রয়োজনীয় সুযোগ-সুবিধা বৃদ্ধিতে সক্ষমতার সর্বোচ্চটুকু দিয়ে কাজ করতে চাই।”
তিনি আরও উল্লেখ করেন, “কোন পদবী বা পেশাকে অপব্যবহার করে কেউ যদি জনগণের আকাঙ্খার বিরুদ্ধে দাঁড়ালে, সাধারণ মানুষের ন্যূনতম আত্মসম্মানকে মূল্য না দেয়া হলে আমরা নির্দ্বিধায় সাধারণ মানুষের কন্ঠ হয়ে কাজ করবো। অন্যায় করে আর কেউ পার পেয়ে যাবে না ইনশাআল্লাহ।”
Tasin/Digital Khobor