এবার বলিউডের শাহেনশাহ অমিতাভ বচ্চন ছেলে অভিষেক বচ্চন প্রসঙ্গে তার এক্স হ্যান্ডলে লিখেছেন, ‘আমার ছেলে, ছেলে হওয়া সত্ত্বেও আমার উত্তরসূরি হবে না। যে আমার উত্তরসূরি হবে সে আমার পুত্র হবে। আমার বাবা এই কথাই বলতেন।‘অমিতাভের এই হেয়ালি পূর্ণ কথা বেশিরভাগ নেটিজেনরাই বুঝতে পারেননি।
তাসীন/ডিজিটাল খবর