সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এক ছবিতে দেখা যায়,মাথার চুল পড়ে টাক বেড়িয়ে গেছে অভিনেত্রী শবনম ফারিয়ার যা নিয়ে নেটিজেনরা কৌতুক করে বলছে,অভিমানে রাতে খান না ফারিয়া। এর জবাবের ফারিয়ার মন্তব্য ‘ আমার মাথায় যে চুল নাই সেটা আমি আগে থেকেই জানি,আল্লাহ রোগ দিলে কি করতাম বলেন’?