ইসরায়েল কাটজ আইডিএফ-কে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী গাজায় আরও অনেকাংশ ভূমি দখল করার নির্দেশ দিয়েছেন এবং হামাস বন্দিদের মুক্ত না করলে ইসরায়েলের নিয়ন্ত্রণে চলে যাবে গাজার আরও অংশ ।
ইসরায়েল যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজায় আবার নতুন করে হামলা চালিয়েছে এবং অগ্রসর হয়েছে নেজারিম করিডোর দখল করে উত্তর গাজা ও রাফাহের দিকে। এর ফলে আবারও বিচ্ছিন্ন হয়ে পড়েছে গাজা। কাটজ এই বিষয়ে আরও জানান, গাজার চারপাশে বাফার জোন সম্প্রসারণ করা হবে ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত করার জন্য , যা ইসরায়েলের দখলে থাকবে স্থায়ীভাবে ।
তাসীন/ ডিজিটাল খবর