আজ শনিবার নোয়াখালীর হাতিয়ার নিঝুমদ্বীপে একটি প্রকল্প পরিদর্শন শেষে নৌপরিবহন, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, মাত্র ১৫ মাসে দূর করা সম্ভব নয় ১৭ বছরের অব্যবস্থাপনা ও অরাজকতা , তাই ধৈর্য ধরতে হবে দেশের মানুষকে । তিনি এই বিষয়ে জানান, আইনশৃঙ্খলা রক্ষা এবং রাষ্ট্র ব্যবস্থাকে পুনর্গঠনের জন্য কাজ করছে সরকার।
তিনি সাংবাদিকদের জানান, প্রশাসন কঠোর অবস্থানে আছে রমজানকে সামনে রেখে দ্রব্যমূল্যের সিন্ডিকেট ভাঙার জন্য এবং প্রশাসনকে সহযোগিতা করার আহ্বান জানান সাধারণ মানুষকে ।