চাকরি স্থায়ীকরণসহ বিভিন্ন দাবিতে বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী কল্যাণ পরিষদের সদস্যরা আজ সড়ক অবরোধ করেছেন রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে । এর ফলে তীব্র যানজট সৃষ্টি হয়েছে সচিবালয় ও আশপাশের এলাকায় ।
শুক্রবার সকাল বেলা, তারা শান্তিপূর্ণ সমাবেশ করে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে , যেখানে তাদের দাবি ছিল ঠিকাদার পদ্ধতি বাতিল করে স্থায়ী চাকরি, মাতৃত্বকালীন ছুটি, বেতন বৃদ্ধি, বকেয়া বেতন পরিশোধ, কর্মঘণ্টা নির্ধারণ এবং বৈষম্য দূর করা। সমাবেশ শেষ হলে তারা রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনের সড়ক অবরোধ করেন। কর্মীরা এই বিষয়ে জানিয়েছেন, তাদের দাবি পূর্ণ না হলে তারা রাজপথ ছাড়বেন না।