১৭ থেকে ২০ ফেব্রুয়ারি ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠিত বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের ৫৫তম সীমান্ত সম্মেলন সমাপ্ত হয়ছে। এতে অংশ নেন দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর প্রধানরা।
সীমান্ত হত্যা বন্ধে উদ্বেগ প্রকাশ করে বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী বিএসএফকে ব্যবস্থা নেওয়ার জন্য আহ্বান জানান। এছাড়া সীমান্তে স্থায়ী স্থাপনা নির্মাণ ও কাঁটাতারের বেড়া নির্মাণ বন্ধ করা, অস্ত্র , মাদক ও স্বর্ণ চোরাচালান এবং অনুপ্রবেশ রোধের বিষয়ে আলোচনা করা হয়।
সীমান্ত নিরাপত্তা ও সহযোগিতা বাড়ানোর ক্ষেত্রে প্রতিশ্রুতি ব্যক্ত করেছে বিজিবি ও বিএসএফ উভয়পক্ষই । এই সম্মেলনে ১৩ সদস্যের প্রতিনিধি দল অংশ নেয় বিজিবি ও বিএসএফের পক্ষ থেকে ।