জামালপুরের বকশীগঞ্জের সাতানীপাড়া এলাকা থেকে জামালপুর ৩৫ বিজিবি গতকাল সন্ধ্যায় ১৮ হাজার ভারতীয় রুপি সহ ১ জনকে আটক করেছে ।
গতকাল শনিবার সন্ধ্যায় সাতানীপাড়া বিওপির সীমান্ত পিলার ১০৮৬/৬ এস থেকে ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে তাকে আটক করা হয়।
আটক হওয়া আসাদ হচ্ছেন বকশীগঞ্জ উপজেলার বালু গ্রাম বালুগ্রাম এলাকার মৃত আবু হোসেনের ছেলে।
জামালপুর ৩৫ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান এই বিষয়ে জানান, বাংলাদেশের অভ্যন্তরে চোরাচালানবিরোধী অভিযানের অংশ হিসেবে সাতানীপাড়া এলাকায় ১৮ হাজার ভারতীয় রুপি এবং নগদ ২৫০০ টাকাসহ আসাদকে আটক করা হয়। আসামি আসাদকে জব্দকৃত ভারতীয় রুপি ও অন্যান্য মালামালসহ বকশীগঞ্জ থানায় সোপর্দ করা হয়েছে।
এ সময়, চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের লক্ষ্যে সীমান্তে মাদক ও সকল ধরনের চোরাচালান পাচার রোধে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

