আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসনে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়েছে।
আজ ২১ ডিসেম্বর রোজ রোববার দুপুর সাড়ে ১২টার দিকে এই মনোনয়ন ফরম সংগ্রহ করা হয় জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার তৌফিকুর রহমানের কাছ থেকে ।
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও বগুড়া-৭ আসনের প্রধান সমন্বয়কারী সাবেক সংসদ সদস্য হেলালুজ্জামান তালুকদার লালু জেলার সিনিয়র নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা ফজলুল করিমের কাছ থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন।
এ সময় বিএনপির হাজারও নেতাকর্মী নির্বাচন কার্যালয়ের সামনে সমবেত হয়।
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও বগুড়া-৭ আসনের প্রধান সমন্বয়কারী সাবেক সংসদ সদস্য হেলালুজ্জামান তালুকদার লালু বলেন, ‘বেগম খালেদা জিয়া অসুস্থ থাকায় তার পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়েছে। নির্বাচনী এলাকায় সাধারণ মানুষ ব্যাপক সাড়া দিচ্ছেন। এবারও বেগম খালেদা জিয়া বিপুল ভোটে নির্বাচিত হবেন।’
বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসনে ৫ লাখ ৩১ হাজার ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

