পরিচালক মেহেদী হাসান হৃদয় ‘বিদায়’ নামের নতুন একটি চলচ্চিত্র নির্মাণ করতে যাচ্ছেন। এরইমধ্যে ছবিটির শুটিং শুরু হয়েছে সুনামগঞ্জে। এই ছবিতে অভিনয় করছেন বাপ্পারাজ ও দীঘি।
এই বিষয়ে প্রযোজক শাহরিন আক্তার মন্তব্য করেন, “আমাদের ‘বরবাদ’-পরবর্তী সিনেমায় সিয়ামকে নিয়ে শুটিং করার কথা ছিল।
আপাতত সে ছবিটি পরে করছি। এখন বাপ্পারাজ, প্রার্থনা ফারদিন দীঘিসহ বেশ কিছু তারকা নিয়ে ‘বিদায়’ সিনেমার কাজ করছি। সিনেমাটি দিয়ে প্রথমবার একসঙ্গে বড় পর্দায় নাম লেখাচ্ছেন বাপ্পারাজ ও দীঘি।”
গত শুক্রবার সুনামগঞ্জের বিভিন্ন লোকেশনে সিনেমার শুটিং শুরু হয়েছে।
বাপ্পারাজের অংশের শুটিং চলছে গত সোমবার থেকে।তাঁকে দেখা যাবে চেয়ারম্যানের ভূমিকায় । সিনেমায় দীর্ঘদিন পর আবার কাজ করছেন তিনি।
নতুন সিনেমাটি সম্পর্কে কিছু জানতে চাইলে এই অভিনেতা বলেন, আপাতত সিনেমাটি নিয়ে প্রযোজনা প্রতিষ্ঠানের পক্ষ থেকে নিষেধ আছে কথা বলা বা তথ্য দেওয়ার।
তবে শুটিং শেষ করে এ মাসের শেষ দিকে কথা বলতে পারবেন।
শুটিংয়ে আরো যুক্ত হয়েছেন ফারুক আহমেদ, ফজলুর রহমান বাবু। নভেম্বরের প্রথম সপ্তাহ পর্যন্ত টানা শুটিং চলবে। পরে মধ্যপ্রাচ্যের কোনো একটি দেশেও কিছু অংশের শুটিং হবে। জানা যায়, প্রত্যন্ত অঞ্চল থেকে বিদেশে যাওয়াকে কেন্দ্র করেই সিনেমার গল্প।
সিনেমার প্রযোজক শাহরিন বলেন, ‘অনেকেই বলবে, আমাদের সিনেমার নায়ক কে। আমি বলব, আমাদের সিনেমার গল্পই নায়ক। এটি একটি মানবিক গল্প। একই সঙ্গে সচেতনতামূলক গল্প। পরিবার নিয়ে দেখার মতো একটি সিনেমা হবে।’
সিনেমাটি আগামী ঈদ বা অন্য যেকোনো সময়ের জন্য তৈরি করা হচ্ছে বলে জানান প্রযোজক।