কখনো শাড়িতে খাঁটি বাঙালি রূপে, আবার কখনো বিকিনি পরে আবেদনময়ী ভঙ্গিতে—দুই রূপেই যেন মোহনীয় নুসরাত ফারিয়া। তবে প্রশংসার পাশাপাশি নানা সময়েই কটাক্ষের মুখে পড়তে হয় তাকে। কিন্তু সমালোচনা নিয়ে কখনোই মাথা ঘামাননি এই তারকা।
তিনি মনে করেন যে, শিল্পীর প্রতি আগ্রহ আলোচনা-সমালোচনা থাকলেই টিকে থাকে।
সম্প্রতি নিজের ফেসবুকে বাবা-মায়ের একটি ছবি পোস্ট করে আবেগঘন বার্তা দিয়েছেন ফারিয়া। সেই পোস্টে তিনি লেখেন, ‘আম্মু-আব্বু, তোমরা এমন এক ভালোবাসার উদাহরণ তৈরি করেছ, যা ভাঙা তো দূরের কথা, স্পর্শ করাও কঠিন। ৩৭ বছরের একসঙ্গে পথচলা যত ঝড়-ঝাপটাই আসুক তোমাদের বন্ধন আজও ততটাই মজবুত।’
এরপরই তিনি বাবা-মায়ের কাছ থেকে পাওয়া জীবনের সবচেয়ে বড় শিক্ষাটি তুলে ধরেন।
অভিনেত্রীর কথায়, ‘তোমরাই শিখিয়েছো ভালোবাসা মানে ধৈর্য, ত্যাগ আর একে অপরের পাশে থাকা। তোমরাই আমার জীবনের সবচেয়ে সুন্দর উদাহরণ।’
ফারিয়ার এই পোস্টটি অল্প সময়েই তার অনুসারীদের মধ্যে ছড়িয়ে পড়েছে। তারকাদের ব্যক্তিগত জীবনের এমন পারিবারিক ভালোবাসার প্রকাশ ভক্ত-অনুরাগীদের কাছ থেকে প্রশংসা কুড়িয়েছে।