আজ ২১ মে রোজ বুধবার বেলা ১১টার দিকে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির তথ্য ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক এবং বিশিষ্ট শিক্ষাবিদ ড. এ কে এম ওয়াহিদুজ্জামান নিজের ভেরিফায়েড ফেসবুক পেজের এক স্ট্যাটাসে হুমকির বিষয়টি প্রকাশ করেন।
তবে কে এবং কী হুমকি দিয়েছে তা ড. এ কে এম ওয়াহিদুজ্জামান বিস্তারিত উল্লেখ করেননি।
তিনি লিখেছেন, আমাকে হুমকি দিয়েন না। এই দেশে কোনো কিছু প্রাপ্তির স্বার্থ নাই আমার (যেটা আপনাদের আছে)। আপনাদের তাই আমার ন্যূনতম ক্ষতি করার কোনো সামর্থ্য নাই। মনে রাখবেন, যারা আমাদেরকে আপনাদের আগের সরকারের আমলে এমন হুমকি-ধমকি দিয়েছে, তাদের মধ্যে এখন কেউ পলাতক আর বাকিরা হেলমেট পরে রাস্তায় হাঁটে।
তিনি তার পোস্টে আরও লিখেছেন, আপনাদের কেউ কেউ আমাদের সঙ্গে দীর্ঘ ১৭ বছর হাসিনা উচ্ছেদ আন্দোলনের শেষ পর্যায়ে যোগ দিয়েছিলেন, ওপরের সতর্কবার্তাটা সেই সহযোদ্ধা হিসেবে সম্মান করে দিলাম।
তিনি আরও লিখেছেন, আমাদের ভুলে যাবেন না, হাসিনার আমলে আপনাদের চেয়ে বেশি সময় ধরে আমরা আন্দোলন করেছি এবং আপনাদের চেয়ে বেশি আমরা অত্যাচারিত হয়েছি। আজ সামান্য অবদান বা কোনো অবদান না রেখেই আপনারা ক্ষমতায় বসেছেন আমাদের ত্যাগ এবং অনির্বাচিতভাবে ক্ষমতায় না বসার দৃঢ় অঙ্গীকারের কারণেই ।
Tasin/ DBN