পুলিশ, র্যাব ও আনসারের নতুন পোশাকে অন্তর্বর্তী সরকার সিদ্ধান্ত চূড়ান্ত নিয়েছে। তিন বাহিনীর ইউনিফর্ম বদল নিয়ে অন্তর্বর্তী সরকারের যুক্তি– বাহিনীগুলোকে ঢেলে সাজাতে প্রতীকী এই পরিবর্তন। এ নিয়ে ২০ জানুয়ারি (সোমবার ) নেটিজেনদের সোশ্যাল মিডিয়ায় দিনভর নানা রকম মতামত দেখা যায় । কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের দ্বিতীয় স্ত্রী ও অভিনেত্রী মেহের আফরোজ শাওন অন্য সবার মতোই এই বিষয়টি নিয়ে কথা বলেছেন ।
ওইদিন শাওন মধ্যরাতে র্যাব, পুলিশ ও আনসার বাহিনীর নতুন পোশাক পরিহিত তিনজন সদস্যের একটি ছবি ফেসবুকে পোস্ট করেন। এরপর পোস্টের ক্যাপশনে লিখেছেন, পোশাক কেমন হলো এই আলাপে যাচ্ছি না। এই সময়ে পোশাকের নকশার পরিবর্তন জরুরি ছিল কি না, সেই প্রশ্নও করব না। কোনো বিশেষ দেশের সঙ্গে নতুন পোশাকের রং মিলে গেছে নাকি ইচ্ছাকৃতভাবে মিলিয়ে ডিজাইন করা হয়েছে, সেই কথা মাথায় আসলেও মুখে আনব না। আমার কৌতূহল শুধু একটাই ।