আজ বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান মন্তব্য করেছেন, “পিআর পদ্ধতিতে ধারণার ভিত্তিতে কোনো প্রকার নির্বাচন হতে পারে না। জনগণের মতামত না নিয়ে তাদের ওপর এ নির্বাচন ব্যবস্থা চাপিয়ে দেওয়া কোনোভাবেই ঠিক নয়। তিনি আরও জোর দিয়ে বলেন, সব দল রাজি হলেও পিআর পদ্ধতিতে নির্বাচন সম্ভব নয় সংবিধান সংশোধন ছাড়া । এ ব্যবস্থা কেবল নির্বাচিত সংসদই বাস্তবায়ন করতে পারবে।
আজ ২০ আগস্ট বুধবার নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত যৌথসভা শেষে সাংবাদিকদের ব্রিফ করার সময় এমন মন্তব্য করেন নজরুল ইসলাম খান ।
তিনি আরও বলেন, “এখনও ইভিএম ব্যবহার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। কিন্তু নতুন করে পিআর পদ্ধতির মাধ্যমে পুরো নির্বাচনী কাঠামো পরিবর্তনের চেষ্টা চলছে।”
তিনি বলেন, “জনগণের ওপর নতুন পদ্ধতি চাপিয়ে দেওয়া অযৌক্তিক। সংবিধান সংশোধন ছাড়া পিআর পদ্ধতি চালু করা সম্ভব নয়। সংবিধান সংশোধন করতে পারে কেবল একটি নির্বাচিত সংসদ। এখনকার সংসদ জনগণের নির্বাচিত নয়।”
এ সময় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ” দেশি-বিদেশি ষড়যন্ত্রে বহুদলীয় গণতন্ত্রের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে হত্যা করা হয়েছিল। যে পতাকা রেখে গিয়েছিলেন তা ধারণ করে খালেদা জিয়া বিএনপিকে সামনের দিকে এগিয়ে নিয়ে গেছেন ।
রিজভী নেতাকর্মীদেরকে উদ্দেশ্য করে বলেন, সংকট কাটেনি, গণতন্ত্র এখনো পুনরুদ্ধার হয়নি। সামনে বিপদসংকুল পথ পাড়ি দিতে হবে, বিএনপি গণতন্ত্র উদ্ধারে প্রস্তুত। এখনও অবাধ সুষ্ঠু নির্বাচন নিশ্চিত হয়নি। নির্বাচন নিয়ে নানা চক্রান্ত ষড়যন্ত্র চলছে বলেও অভিযোগ করেন তিনি.
Tasin/Digital Khobor