৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সপ্তাহব্যাপী ঘোষণা করেছে এক বিশেষ কর্মসূচি।আজ ২০ আগস্ট রোজ বুধবার বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন । আজ দুপুরে এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচির বিস্তারিত তুলে ধরেন তিনি।
বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ স্মরণ করে ও তার দর্শনে অনুপ্রাণিত হয়ে এবং গণতন্ত্র পুনরুদ্ধারের সংকল্পে এই কর্মসূচির আয়োজন করা হয়েছে বলে জানান তিনি।তিনি জানান, বিএনপি আগামী ৩১ আগস্ট থেকে ৩ সেপ্টেম্বর পর্যন্ত বিভিন্ন ধরনের কর্মসূচি পালন করবে।
নজরুল ইসলাম খান তার বক্তব্যে সম্পূর্ণ কর্মসূচি তুলে ধরেন।
নজরুল ইসলাম খান বলেন, “আগামী ৩১শে আগস্ট অর্থাৎ আমাদের প্রতিষ্ঠা বার্ষিকীহলো পহেলা সেপ্টেম্বর। তার আগের দিন রবিবার বেলা দুটায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলন আয়তনে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী এবং এই প্রতিষ্ঠার উদ্দেশ্য তাৎপর্য শীর্ষক একটা আলোচনা সভা অনুষ্ঠিত হবে। দলের জ্যেষ্ঠ নেতৃবৃন্দ এবং বরেণ্য ব্যক্তিগণ এখানে অংশগ্রহণ করবেন। পহেলা সেপ্টেম্বর সকাল ছয় টায় বিএনপির নয় পরস্ত কেন্দ্রীয় কার্যালয় সহ দেশব্যাপী বিএনপির সকল কার্যালয়ে দলীয় পতাকা এবং জাতীয় পতাকা উত্তোলন করা হবে।”
তিনি আরও বলেন, “পহেলা সেপ্টেম্বর সকাল 11 টায় বিএনপির প্রতিষ্ঠাতা এবং মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের মাজারে বিএনপির মহাসচিব সহ জেষ্ঠ নেতৃবৃন্দ ও অঙ্গদলের নেতৃবৃন্দরা শ্রদ্ধা জানাবেন। এরপর সর্বস্তরের নেতাকর্মীরা সেখানে শ্রদ্ধা জানাবেন । পুষ্পস্তবক অর্পণ করে ফতেহা পাঠ করবেন। “
পরের দিনের কার্যক্রমের বিষয়ে তিনি বলেন, দোসরা সেপ্টেম্বর দলের প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য রালি বের করা হবে এবং একই দিনে বর্ণাঢ্য আলোচনা সভা অনুষ্ঠিত হবে। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এই পহেলা সেপ্টেম্বরেই বিভিন্ন পত্রপত্রিকায় আমাদের প্রণপত্র বের করা হবে।
তেশরা সেপ্টেম্বর
দেশের সকল উপজেলা এবং পৌর এলাকায় আলোচনা সভা এবং র্যালি অনুষ্ঠিত হবে
চৌঠা সেপ্টেম্বর আমাদের সকল জেলা উপজেলায় বৃক্ষরোপণ, মৎস অবমুক্তকরণ, ফ্রি মেডিকেল ক্যাম্প , ক্রীড়া অনুষ্ঠান, ইত্যাদির আয়োজন করা হবে।
পাঁচ তারিখে আমরা প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে প্রাসঙ্গিক সব বিষয় নিয়ে একটা গোল টেবিল বৈঠকের পরিকল্পনা করেছি