একটানা দুবারের বেশি কেউই প্রধানমন্ত্রী হতে পারবে না, এ বিষেয় বিএনপি জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে আলোচনা করার সময় একমত পোষণ করেছে । তবে এর মাঝে এক বছর গ্যাপ হলে আবার প্রধানমন্ত্রী হতে সমস্যা নেই বলে মত দিয়েছে বিএনপি।
আজ ২০ এপ্রিল রোজ রোববার দুপুর বেলা নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনা শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ সাংবাদিকদের এই কথা জানিয়েছেন ।
সংস্কার প্রস্তাবে মতামত জানিয়ে তিনি বলেন, ‘বিএনপি পঞ্চদশ সংশোধনীর পূর্বাবস্থা চায় । বিএনপি একমত নয় রাষ্ট্রের নাম পরিবর্তন করার পক্ষে। এতদিন পরে রাষ্ট্রের নাম পরিবর্তনের ক্ষেত্রে কোনও যৌক্তিকতা নেই। বিভ্রান্তির সুযোগ নেই এই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশে।’
সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচারের পক্ষে বিএনপি একমত পোষণ করেছেন জানিয়ে সালাহউদ্দিন বলেন, ‘ইন্টারনেটকে জনগণের মৌলিক অধিকার অন্তর্ভুক্ত করতে বিএনপি একমত। সবকিছু মৌলিক অধিকারের মধ্যে না এনে যে অধিকারগুলো নিশ্চিত করার সামর্থ্য রয়েছে, ততটুকু নিশ্চিত করার আহ্বান জানিয়েছি।’
সংসদে নারীদের জন্য ৫০ থেকে ১০০ আসন করায় মমত দিয়েছেন জানিয়ে সালাহউদ্দিন বলেন, ‘এটি বাস্তবায়ন করা হবে পরবর্তী সংসদে বিস্তারিত আলোচনার পর ।’
এদিকে বিএনপির দ্বিমত প্রকাশ করেছে নির্বাচনে প্রার্থিতার বয়স নূন্যতম ২১ বছরর করার প্রস্তাবনায় । সালাহইদ্দন এই বিষয়ে বলেন, ‘সংসদীয় কিছু কিছু স্থায়ী কমিটির সদস্য পদে বিরোধী দলগুলোর স্থায়ী সদস্যদের মধ্য থেকে চেয়ারম্যান নিয়োগ করা যায়, কিন্তু সবগুলোতে নয়। দল এবং সরকার প্রধান হওয়ার প্রস্তাবনায় এক ব্যক্তি আপত্তি রয়েছে। এটি হচ্ছে দলের স্বাধীনতা।অপশন থাকা উচিত এই গণতান্ত্রিক চর্চার জন্য ।’
বিএনপি উচ্চকক্ষে ১০০ আসনের বিষয়ে একমত। কোন প্রক্রিয়ায় সম্পন্ন হবে এটি আলোচনাধীন বলেও জানান তিনি।
তিনি বলেন, ‘চুক্তির পরে সংসদে উপস্থাপনে একমত। নিরাপত্তা বিঘ্নিত হতে পারে যদি তাৎক্ষণিক চুক্তি প্রকাশ করা হয়। ক্ষমতার ভারসাম্য রক্ষা করার জন্য রাষ্ট্রপতিকে ক্ষমতা বাড়ানোর ব্যাপারেও আমরা একমত পোষণ করেছি।’
সালাহউদ্দিন আরও বলেন, ‘বিএনপি একমত নয় ন্যাশনাল কন্সটিটিউশন কাউন্সিল (এনসিসি) থিওরির সঙ্গে । এর মাধ্যমে বেশি নিয়ন্ত্রিত হবে প্রধানমন্ত্রীর ক্ষমতা ।’
তিনি বলেন, ‘কেয়ারটেকার গর্ভমেন্ট ছাড়া নির্বাচন করার পরিবেশ এখনও হয়নি।’
Tasin/DBN