কারিগরি শিক্ষার্থীদের ছয় দফা দাবি:
১. ক্রাফট ইন্সট্রাক্টর নিয়োগ বাতিল ও পদবি পরিবর্তন করা:
হাইকোর্টে থাকা মামলাগুলো বাতিল করতে হবে এবং ক্রাফট ইন্সট্রাক্টরদের সকল অবৈধ পদোন্নতি রুখে দিতে হবে এবং চাকরিচ্যুত করতে হবে নিয়োগপ্রাপ্তদের ।
২.কারিগরি শিক্ষার ভর্তি ও কারিকুলামে সংস্কার করা:
বয়সভিত্তিক ভর্তির সুযোগ ডিপ্লোমা কোর্সে বাতিল করা , আন্তর্জাতিক মানের মতো চার বছর মেয়াদি কারিকুলাম প্রণয়ন করা এবং এটি ধাপে ধাপে ইংরেজি মাধ্যমে চালু করার দাবি।
৩.চাকরি সংরক্ষণ করা:
দশম গ্রেডের উপসহকারী প্রকৌশলীর পদে ডিপ্লোমা পাস শিক্ষার্থীদের নিয়োগ নিশ্চিত ও ব্যবস্থা নিতে হবে অবমাননাকর নিয়োগের বিরুদ্ধে ।
৪.কারিগরি শিক্ষায় উপযুক্ত জনবল তৈরি করা:
অকারিগরি জনবল বোর্ড, অধিদপ্তর এবং শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগ নিষিদ্ধ করতে হবে এবং সব পদে নিয়োগ দিতে হবে কারিগরি শিক্ষিত ব্যক্তিবর্গদের ।
৫.কারিগরি শিক্ষার স্বতন্ত্র মন্ত্রণালয় ও সংস্কার কমিশন গঠন করা:
আলাদা মন্ত্রণালয় এবং কমিশন কারিগরি শিক্ষা সংস্কারের জন্য গঠন করতে হবে।
৬.উচ্চশিক্ষার সুযোগ নিশ্চিত করা:
একটি উন্নত টেকনিক্যাল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করতে হবে এবং ডিপ্লোমা শিক্ষার্থীদের নির্মাণাধীন ইঞ্জিনিয়ারিং কলেজে শতভাগ ভর্তি হওয়ার সুযোগ নিশ্চিত করতে হবে।
Tasin/ DBN