লায়লা ছাড়া মামুন আর কোন নারীতেই আটকাবে না বলে দাবি জানালেন ব্লু ফেয়ারি লায়লা। এ বিষয়ে তিনি বলেন, ‘লায়লা ছাড়া মামুনকে আটকানোর ক্ষমতা পৃথিবীর আর কোন নারীর নেই।তাই মামুন শুধু লায়লাতে আটকায়’।
এর আগে কোন এক ঈদে প্রিন্স মামুনকে ১০ জোড়া জামা ও ১০ জোড়া জুতা উপহার দিয়েছিলেন লায়লা।এবারের ঈদে মামুনের পছন্দের মোটর বাইক রয়্যাল এনফিল্ডই তাকে উপহার দিবেন বলে সংবাদ মাধ্যমে জানিয়েছেন লায়লা।