সম্প্রতি এক সাক্ষাৎকারে চিত্রনায়িকা শবনম বলেন, ‘আমরা যারা পেশা বা শখ থেকে অভিনয় করি,তারা কিন্তু বাসায় ফিরে নামাযও পড়ছি আবার রোযাও রাখছি যা অনেকেই দেখছে না। তারা না দেখেই একটা মন্তব্য করে বসছে।’বুবলী আরও বলেন, ‘যারা বাজে মন্তব্য করে তারা নেতিবাচক মন মানসিকতায় ভর্তি।