স্কোপোলামিন, যা “ডেভিলস ব্রেথ” বা বাংলায় ‘শয়তানের নিঃশ্বাস’ নামে পরিচিত, একটি ভয়ঙ্কর মাদক। এটি কাগজ, রুমাল বা অন্য কোনো বস্তুতে মিশিয়ে কারো নাকের সামনে ধরলে আক্রান্ত ব্যক্তি কিছু সময়ের জন্য নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং সামনে থাকা ব্যক্তির আদেশ মেনে চলে। এই অবস্থায় সে সম্পূর্ণ স্বেচ্ছায় নিজের সম্পদ অপরাধীদের হাতে তুলে দেয়, কোনো প্রকার জোরজবরদস্তি বা হুমকি ছাড়াই। বর্তমান সময়ে ছিনতাই,চুরির মত অপরাধমূলক কর্মকাণ্ডে এই পদ্ধতির ব্যবহার ভয়ংকরভাবে বেড়ে চলেছে।
বিপজ্জনক এই পরিস্থিতি থেকে ঢ়ক্ষা পেতে যা যা করতে হবে-
১। রাস্তায় বা যানবাহনে চলাচলের সময় অপরিচিত কারও কাছ থেকে কোনো খাবার বা পানীয় খাওয়া যাবে না।
২।অপরিচিত কেউ ভিজিটিং কার্ড বা কাগজ মুখের সামনে ধরার চেষ্টা করলে সাবধান হতে হবে।
৩।রাস্তায় চলাচলের সময় মাস্ক ব্যবহার করুন।
৪। ড্রাগের পরিমাণ মাত্রাতিরিক্ত মনে হলে আক্রান্ত ব্যক্তিকে অবশ্যই হাসপাতালে নিয়ে যেতে হবে।