গত ১৭ ফেব্রুয়ারি সোমবার মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আক্তার জানান, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতে অবস্থানরত বাংলাদেশি প্রবাসীরা এবার ইলিশ খেতে পারবেন বিদেশে বসেই । অন্তর্বর্তী সরকার প্রবাসীদের অবদান স্বীকৃতি দিতে ১১ হাজার মেট্রিক টন ইলিশ এ দুই দেশে রপ্তানির পরিকল্পনা নিয়েছে।
ফরিদা আক্তার জানান, এ রপ্তানি কার্যকর হবে আগামী আগস্ট-অক্টোবরের মধ্যে । এছাড়া, এবার সমন্বিত করা হয়েছে ভারত ও বাংলাদেশের মাছ ধরা নিষেধাজ্ঞার সময় , যাতে বাংলাদেশের জলসীমায় ঢুকে প্রতিবেশী দেশের জেলেরা ইলিশ ধরতে না পারে।
এই উদ্যোগকে জেলে ও সাধারণ মানুষ সাধুবাদ জানিয়েছেন ।