জীবনে অনেক মানুষ থাকে যাদের অনেক যত্ন করে রাখা হয়। কিন্তু হুট করেই একদিন তারা হৃদয় ভেঙে দেন মন্দ আচরণে। আবার অনেকে মুখোশের আড়ালে বন্ধু সেজে থেকে নিরবে ক্ষতি করে। সেইসব মানুষদের প্রায়ই তুলনা করা হয় সাপের সঙ্গে। তেমনি নিরবে ক্ষতি করা কোনো মানুষের দেখা কি পেয়েছেন ঢালিউডের নায়িকা দিলারা হানিফ পূর্ণিমা? এক ফেসবুক স্ট্যাটাসে যেন সেই আভাসই দিলেন তিনি। তবে কাকে বিষধর সাপ বললেন নায়িকা পূর্ণিমা, সে বিষয়ে বিস্তারিত কিছু বলেননি।
এবার বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা পূর্ণিমা সম্পর্ক ও জীবনের বাস্তবতা নিয়ে একটি গভীর বার্তা দিয়েছেন সোশ্যাল মিডিয়ায় ।আজ ১৯ অক্টোবর রোজ রোববার সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি আবেগঘন স্ট্যাটাস তিনি এসব জানান।
স্ট্যাটাসে পূর্ণিমা লিখেছেন, ‘মানুষের ভিড়ে কিছু মুখ থাকে, যাদের আমরা আপন ভেবে হৃদয়ের দরজা খুলে দিই। কিন্তু সময়ের কঠিন পরীক্ষায় টের পাই তারা আসলে সম্পর্কের আবরণে লুকিয়ে থাকা বিষধর সাপ। প্রয়োজনে তারা বন্ধুর মুখোশ পরে পাশে ঘোরে, আর সুযোগ পেলেই বিষ ঢেলে দেয় আমাদের স্বপ্নে, আমাদের জীবনে।’
তিনি আরও লেখেন, ‘যখন মানুষ জীবনের সাফল্যের শিখরে আরোহন করে, তখন এরা মৌমাছির মতো চারপাশে গুনগুন করে ঘুরতে থাকে। প্রশংসার ফুলঝুরি ঝরিয়ে, সান্নিধ্যের ভান করে তারা আসলে নিজের স্বার্থের মধু সংগ্রহ করে। কিন্তু সময়ের চাকা যখন বিপরীতমুখী হয়, জীবন যখন সংগ্রামের অন্ধকারে ডুবে যায় তখন তারাই সবার আগে দূরে সরে যায়।’
স্ট্যাটাসে শেষ অংশে পূর্ণিমা লেখেন, ‘এদের থেকে তাই দূরে থাকাই শ্রেয়। কারণ নিজেকে মিথ্যা সম্পর্কের ভিড়ে হারিয়ে ফেলার চেয়ে নিঃসঙ্গতা অনেক বেশি শান্ত, নিরাপদ এবং মর্যাদাপূর্ণ।’
পূর্ণিমার এই স্ট্যাটাস প্রকাশের পর মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। অনেকেই তার বক্তব্যের সঙ্গে একমত পোষণ করছেন।