আজ ১৯ এপ্রিল রোজ শনিবার রাজধানীর রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এক অনুষ্ঠানে সাবেক সেনা কর্মকর্তা লে. জেনারেল (অব.) চৌধুরী হাসান সারওয়ার্দী এক বিস্ফোরক তথ্য দিয়েছেন । তিনি বলেছেন, চাকরিতে থাকার সময়ে ফ্যাসিস্ট সরকার তাকে জীবিত মানুষ চাপা দিয়ে মেরে ফেলার আদেশ দিয়েছিল।
হাসান সারওয়ার্দী বলেন, একজন সৈনিক আমি। দানবের রূপ সৈনিক থাকতেই চোখে দেখেছি। আমি দেখেছি যে জীবিত মানুষকে জেন্ত চাপা দিয়ে মেরে ফেলার আদেশ দেয়া হয়। আমি ১১৮টা পুড়ে যাওয়া লাশ দেখেছি।
সারওয়ার্দী এই বিষয়ে বলেন, ‘কাল এই লাশ নিয়ে বিএনপি মিছিল করবে বলে বলা হয়েছিল , তাই এখনি গুম করে ফেলো। আমি সেই প্রথম পরিচিত হলাম গুমের সাথে । ২০১৩ সালে প্রথম বুঝি যে গুম করানো হয় সেনাবাহিনীর লোক দিয়ে ।’
তিনি আরও বলেন, এমন কোনো নির্দেশ রাষ্ট্রের প্রধান দিলে সাধারণত একজন জেনারেলের দায়িত্ব অনুযায়ী সেটা তার শোনার কথা। কিন্তু তা শোনেননি তিনি ।
Tasin/DBN