সার্টিফিকেশন বোর্ডে গত বছর জমা পড়েছিল সিয়াম আহমেদের জংলি সিনেমাটি। জংলি’ দেখার পর সার্টিফিকেশন বোর্ডের অন্যতম সদস্য বরেণ্য নির্মাতা কাজী হায়াত বলেন, ‘ জংলির গল্পের লাইনআপটা দুর্দান্ত লেগেছে। সবচেয়ে বড় বিষয় হলো এই সিনেমায় ভিন্ন এক সিয়ামকে আমরা দেখলাম। এমন সিয়ামকে আমরা আগে দেখিনি।’