বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশে ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলা হওয়ায় ২৪ জন নিহত এবং আহত হন প্রায় ৩০০ জন । এই ঘটনায় অল্পের জন্য বেঁচে যান বিরোধীদলীয় নেত্রী শেখ হাসিনা ।
আদালত ২০১৮ সালে এ ঘটনার পরিপ্রেক্ষিতে বিএনপির সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ আরও ১৯ জনকে মৃত্যুদণ্ড, তারেক রহমানসহ আরও ১৯ জনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং বিভিন্ন মেয়াদে ১১ জনকে কারাদণ্ড দেয়।
হাইকোর্ট ২০২৩ সালের ১ ডিসেম্বর ওই রায় বাতিল করে খালাস দেন তারেক রহমানসহ সব আসামিকে রবং রায়টিকে অবৈধ বলে উল্লেখ করেন তারা। রাষ্ট্রপক্ষ এর বিরুদ্ধে আপিল করেছে, যার শুনানি আজ ১৯ মার্চ হতে পারে।