আজ ১৯ ফেব্রুয়ারি রোজ বুধবার রাজধানীর উত্তরায় সন্ত্রাসীদের হামলার শিকার হওয়া মেহেবুল হাসান ও নাসরিন আক্তার ইপ্তিকে গণমাধ্যমে স্বামী-স্ত্রী বলা হলেও মেহেবুল তার স্বামী, আর ইপ্তিকে তিনি চেনেন না বলে এক নারী দাবি করেছেন, ।
ওই নারী জানান, গোপনে তার স্বামী ইপ্তির সঙ্গে যোগাযোগ করতেন, তবে বিয়ে হয়নি তাদের মধ্যে । মেহেবুল ও ইপ্তি হামলার ঘটনার পর নিজেদের স্বামী-স্ত্রী হিসেবে প্রতিষ্ঠিত করতে চাইছেন বলে অভিযোগ তার।
তিনি আরও জানান, হামলার বিষয়ে তিনি কিছু জানেন না, তবে তাকে ভয় দেখাচ্ছেন স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন । তিনি দাবি করেন মেহেবুল সুস্থ হলে তাকে দেখে নেবে বলেও হুমকি দিয়েছেন ।