অতি শিঘ্রই ‘আয়নাঘর’ পরিদর্শন করবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বিষয়টি প্রধান উপদেষ্টার প্রেস উইং নিশ্চিত করেছে ।
১৯ জানুয়ারি (রোববার ) বিকাল ৫টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় গুম-সংক্রান্ত তদন্ত কমিশনের সদস্যরা প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করার সময় তিনি এ কথা জানান ।
প্রধান উপদেষ্টার প্রেস উইং এর সংশ্লিষ্ট সূত্রমতে জানা যায়, বৈঠকে প্রধান উপদেষ্টাকে গুমের ঘটনায় তদন্তের অগ্রগতি সম্পর্কে জানিয়ে পরিচিতি পেয়েছে ‘জয়েন্ট ইন্টারোগেশন সেল’ যা ‘আয়নাঘর’ নামে , সেগুলো কমিশনের সদস্যরা পরিদর্শনের অনুরোধ জানান ।
প্রধান উপদেষ্টা ‘আয়নাঘর’ পরিদর্শন করলে গুমের শিকার হওয়া ব্যক্তিরা আশ্বস্ত বোধ করবেন এবং ভীতি দূর হবে বলেও জানান তারা। বৈঠকে গুম-সংক্রান্ত তদন্ত কমিশন কয়েকটি গুমের ঘটনার নৃশংস বর্ণনাও প্রধান উপদেষ্টাকে শোনায় । এমনকি ছয় বছরের শিশুরও গুম হওয়ার বর্ণনা কমিশনের তদন্তে উঠে এসেছে বলে তারা জানান।
এ সময় প্রধান উপদেষ্টা বলেন, আপনাদের তদন্তে গা শিউরে ওঠার মতোঘটনাগুলো উঠে এসেছে । আমি অতি শিঘ্রই আয়নাঘর পরিদর্শনে যাবো।