এবছর চলতি আগস্ট মাসের ১৭ দিনে এসেছে ১৬১ কোটি ৯০ হাজার ডলার রেমিট্যান্স বা প্রবাসী আয়। প্রতি ডলার ১২২ টাকা ধরা হলে তা বাংলাদেশি মুদ্রায় দাড়ায় ১৯ হাজার ৬৪২ কোটি টাকা।
আজ ১৭ আগস্ট রোববার বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে জানানো হয়েছে এই তথ্যটি । আর সরকারঘোষিত প্রণোদনা ও প্রবাসী আয়ের পথ সহজ করায় রেমিট্যান্স প্রবাহ ইতিবাচক ধারায় রয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।
কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদন বলা হয়, আগস্টের ১৭ দিনে ১৬১ কোটি ৯০ হাজার ডলারের রেমিট্যান্স এসেছে। এর মধ্যে রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকের মাধ্যমে ৪৯ কোটি ৩৩ লাখ ডলার এসেছে । বিশেষায়িত দুইটি ব্যাংকের মধ্যে এক ব্যাংকের (কৃষি ব্যাংক) মাধ্যমে ১৫ কোটি ডলার এসেছে ।৯৬ কোটি ২৭ লাখ ৬০ হাজার ডলার বেসরকারি ব্যাংকের মাধ্যমে এসেছে । এ ছাড়াও ৩১ লাখ ৩০ হাজার ডলারের রেমিট্যান্স বিদেশি ব্যাংকের মাধ্যমে এসেছে ।