যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও মন্তব্য করেছেন, ভারত-পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি টিকিয়ে রাখা খুবই কঠিন হয়ে পড়েছে এবং এই বিরতি যেকোনো সময় ভেঙে যেতে পারে ।
গতকাল ১৭ আগস্ট রোববার এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে মার্কো রুবিও বলেন, “ভারত ও পাকিস্তানের মধ্যে কী ঘটছে আমরা তা প্রতিদিনই লক্ষ্য রাখছি। কম্বোডিয়া ও থাইল্যান্ডে কী ঘটছে সেটাও আমরা লক্ষ্য রাখছি। এসব জায়গা ছাড়াও অন্যত্র যেখানে উত্তেজনা আছে, সেগুলোকেও আমরা নিয়মিত পর্যবেক্ষণ করি।“
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, “ভারত-পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি টিকিয়ে রাখা খুবই কঠিন এবং তা যেকোনো সময় ভেঙে যেতে পারে। যুদ্ধবিরতির সবচেয়ে বড় জটিলতা হলো সেটি বজায় রাখা।
এ সময় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ভারত-পাকিস্তানের সর্বশেষ যুদ্ধ বন্ধ করার ক্ষেত্রে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভূমিকার কথা উল্লেখ করেন।
ভারত দাবি জানায়, গত মে মাসে পাকিস্তানের ব্যাপক ক্ষতির পর ইসলামাবাদের উদ্যোগে যুদ্ধবিরতির মাধ্যমে সমাপ্তি ঘটে এই সংঘাতের। তবে পাকিস্তান ট্রাম্পের বক্তব্যের প্রতিধ্বনি করে জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্টের হস্তক্ষেপেই বিষয়টি নজরে আসে তার ।
Tasin/Digital khobor