অন্তর্বর্তী সরকারের দুইজন ছাত্র উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার পদত্যাগ দাবি করেছে গণঅধিকার পরিষদ। তারা আগামী ১৫ দিনের মধ্যে যদি পদত্যাগ না করে তবে দলটি হুঁশিয়ারি দিয়েছে কঠোর কর্মসূচির , প্রয়োজনে ঘেরাও করার ঘোষণা দিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়ও ।
সাধারণ সম্পাদক রাশেদ খান ওয়াসার সংবাদ সম্মেলনে বিতর্কিত নিয়োগ বাতিলসহ ছাত্র প্রতিনিধি নিয়োগ বাতিল করার দাবি জানান। এছাড়া, তিনি আওয়ামী লীগকে জুলাই গণঅভ্যুত্থানে গণহত্যার দায়ে নিষিদ্ধের দাবিও তোলেন ।
সহসভাপতি ফারুক হাসান সংবাদ সম্মেলনে দাবি করেন, নিরপেক্ষতা হারিয়েছে ড. মুহাম্মদ ইউনূসের সরকার এবং আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়নে ছাত্র উপদেষ্টারা কাজ করে যাচ্ছেন। তিনি উপদেষ্টাদের বিরদ্ধে অভিযোগ করে বলেন, আওয়ামী লীগের ব্যবসায়ীদের কাছ থেকে সরকারের কিছু উপদেষ্টা অর্থ সংগ্রহের অপরাধে জড়িত।