শিক্ষার্থীদের ওপর সেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে ছাত্রলীগের ২৮৯ জন নেতাকর্মীকে । ৯ জন শিক্ষকসহ ২ জন কর্মকর্তা সাময়িক বরখাস্ত হয়েছেন তাদের পক্ষে মত দেয়ার অভিযোগে ।
উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান আজ ১৮ মার্চ রোজ সোমবার সিন্ডিকেট সভা শেষে এই বিষয়ে জানান, ছাত্রত্ব যাদের শেষ, স্থগিত করা হবে তাদের সনদ ; স্থগিত থাকবে পরীক্ষার্থীদের ফলাফল । তদন্ত চলছে আরও ১০ জন শিক্ষকের বিরুদ্ধে , এই তদন্তের জন্য গঠন করা হয়েছে ছয়টি স্ট্রাকচারাল কমিটি ।