আগামী ১৮-২০ ফেব্রুয়ারি এই তিন কর্মদিবসের মধ্যে স্বয়ংসম্পূর্ণ চাকরিবিধি প্রণয়ন করা না হলে আগামী ২১ ফেব্রুয়ারি থেকে তারা মেট্রোরেল চালানো থেকে বিরত থাকবেন বলে ঘোষণা দিয়েছেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের সরাসরি নিয়োগপ্রাপ্ত স্থায়ী কর্মকর্তা-কর্মচারীরা ।
গতকাল সোমবার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে তারা জানান, পাঁচ মাস পেরিয়ে গেলেও এখনো প্রণয়ন করা হয়নি চাকরিবিধি , যার ফলে পদত্যাগ করেছেন ২০০-র বেশি দেশি-বিদেশি প্রশিক্ষণপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারী । এতে হুমকির মুখে পড়েছে মেট্রোরেল পরিচালনা ও রক্ষণাবেক্ষণ ।