বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, ধারাবাহিক রাজনৈতিক বক্তব্য জনগণ আর মেনে নিবে না ।
১৮ জানুয়ারি (শনিবার ) জাতীয় প্রেসক্লাবে জিয়াউর রহমানের ৮৯ জন্মবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত এক আলোচনা সভায় বক্তব্য প্রদান করার সময় রাজনীতিতে গুণগত পরিবর্তন দরকার উল্লেখ করে তিনি এ অভিমত ব্যক্ত করেন ।
আমির খসরু বলেন, যদি ধারাবাহিক রাজনৈতিক বক্তব্য দেওয়া হয় বাংলাদেশের জনগণ আর মেনে নিবে না। শেখ হাসিনা বিদায় হওয়ার পর বিরাট একটি মনোভাব তৈরি করেছে বাংলাদেশের মানুষ। মানুষের মনে যে আশা প্রত্যাশা জেগেছে, যে ইচ্ছা আকাঙ্ক্ষা জেগেছে, যে নতুন বাংলাদেশ তারা আবার দেখতে চাচ্ছে, আমাদেরকে সেটি ধারণ করতে হবে। ধারণ করতে হবে রাজনৈতিকভাবে, ধারণ করতে হবে দল হিসেবে। নতুন বাংলাদেশ কীভাবে গড়ে তুলবো,তার প্রত্যেকটি বিষয়ের উপর আমাদের অবস্থান থাকতে হবে।
তিনি বলেন, স্বৈরাচারী শেখ হাসিনাকে দীর্ঘ আন্দোলনের ধারাবাহিকতায় বিদায় করেছি। তবে, কিন্তু মুক্ত চিন্তা ব্যতীত কোনো জাতি সামনের দিকে এগিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। রাজনীতিতে একটি গুণগত পরিবর্তন আমাদের আনতে হবে।
তিনি আরও বলেন, জিয়াউর রহমান দেশের একজন রাজনীতিবিদ ছিলেন। তিনি ক্ষমতায় আশার পর তিন বছরের মধ্যে দেশ অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন করতে সক্ষম হন। তিনি নজর রাখতেন কৃষক-শ্রমিক ব্যবসায়ী প্রত্যেকটি বিষয়ের ওপর।
তিনি আরও জানান, তারেক রহমান বলেছেন, দেশে কোনো প্রতিহিংসার রাজনীতি হবে না। যারা অপরাধ করেছে তাদের সঠিক বিচার করে আইনের আওতায় আনা হবে। যারা খুন হয়েছে, গুম হয়েছে, তাদের পরিবারের সাহায্য সহযোগিতা করতে হবে এবং যারা বিভিন্ন অপরাধে লিপ্ত ছিল তাদের ন্যায়বিচার করতে হবে। ফ্যাসিস্ট রেসিজম তৈরি করে দেশের সকল প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে শেখ হাসিনা ক্ষমতায় থাকার জন্য , এমনকি বিভন্ন সংবাদপত্রের স্বাধীনতা ধ্বংস করে দিয়েছে।