প্রশান্ত মহাসাগরীয় দেশ ভানুয়াতুর রাজধানী পোর্ট ভিলা মঙ্গলবার (১৭ ডিসেম্বর) স্থানীয় সময় ৭ দশমিক ৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠে। এই ভূমিকম্পের কারণে শহরের বিভিন্ন এলাকায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়। ভূমিকম্পের পর যুক্তরাষ্ট্র তাদের ভানুয়াতু দূতাবাস সাময়িকভাবে বন্ধ ঘোষণা করে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী, ভূমিকম্পে পোর্ট ভিলায় অবস্থিত মার্কিন দূতাবাস মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। দূতাবাসের পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত একটি বিবৃতিতে জানানো হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দূতাবাসটি বন্ধ থাকবে।
ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল পোর্ট ভিলা থেকে প্রায় ৩৭ কিলোমিটার (২৩ মাইল) দূরে এবং এটি ভূগর্ভে ১০ কিলোমিটার গভীরে অবস্থান করছিল।
এ ঘটনায় এখনো পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে, স্থানীয় প্রশাসন ভূমিকম্প-পরবর্তী পরিস্থিতি নিয়ন্ত্রণে জরুরি পদক্ষেপ নিচ্ছে।