রাজধানীর মালিবাগে অবস্থিত হোসাফ শপিং কমপ্লেক্সে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ ১৭ আগস্ট রোজ রবিবার দুপুর ১:৫০ এর দিকে এ আগুন লাগে হোসাফ শপিং কমপ্লেক্সে।
এ বিষয়ে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আগুনের সূত্রপাত হয় ভবনের ৪ বা ৫ তলায় । তবে অগ্নিকাণ্ডের উৎস এখনও নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি নিয়ে এখনো তদন্ত চলছে।
আগুন ছড়িয়ে যাওয়ার আগেই ফায়ার সার্ভিস ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়। এ ঘটনায় কেউ আহত বা নিহত হয়নি বলে প্রাথমিকভাবে জানা গেছে।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে আশপাশের এলাকায় সাময়িক আতঙ্ক ছড়িয়ে পড়লেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
Tasin/Digital Khobor