শাহরিয়ার আলম সাম্য (ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা) হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেফতার হয়েছেন তিনজন। আদালত এই তিনজনের ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেছেন ।আজ ১৭ মে রোজ শনিবার এই আদেশ জারি করেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিন রেজা ।
হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেফতারকৃত আসামিরা হলেনঃ
১.মাদারীপুর সদর উপজেলার এরশাদ হাওলাদারের ছেলে-মো. তামিম হাওলাদার (বয়স ৩০)
২.কালাম সরদারের ছেলে-পলাশ সরদার (বয়স ৩০)
৩.ডাসার থানার যতীন্দ্রনাথ মল্লিকের ছেলে-সম্রাট মল্লিক (বয়স ২৮)
শাহবাগ থানায় দায়ের করা এই মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) তৌফিক হাসান তাদের বিরুদ্ধে ১০ দিনের রিমান্ড আবেদন করেন। তবে আদালত মঞ্জুর করেন ছয় দিনের রিমান্ড।
হত্যাকাণ্ডের পটভূমি
১৩ মে রাতে সোহরাওয়ার্দী উদ্যানে মুক্তমঞ্চের পাশে মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় সাম্যর মোটরসাইকেলের সঙ্গে আরেকটি মোটরসাইকেলের ধাক্কা লাগে। এ নিয়ে বাগ্বিতণ্ডার একপর্যায়ে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে সাম্যকে আঘাত করে পালিয়ে যায়। রাত ১২টার দিকে স্থানীয় লোকজন তাকে রক্তাক্ত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
প্রসঙ্গত;
সাম্যের বড় ভাই শরিফুল ইসলাম ১৪ মে সকাল বেলা শাহবাগ থানায় ১০-১২ জনের বিরুদ্ধে কয়েকটি হত্যা মামলা দায়ের করেন। সেই ঘটনার রাতেই পুলিশ তিনজনকে গ্রেফতার করে রাজধানীর রাজাবাজারসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে । তদন্ত কার্যক্রম চলমান রয়েছে তাদের বিরুদ্ধে রিমান্ড মঞ্জুরের পর ।
ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রদল নেতাকর্মীরা সাম্যের মৃত্যুর পর সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেন। তারা উপাচার্য ও প্রক্টরের পদত্যাগ দাবি করেন বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিরাপত্তা ব্যর্থতার অভিযোগ তুলে। এ ঘটনার তদন্তে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ গঠন করেছে সাত সদস্যের কমিটি
তাসিন/ ডিজিটাল খবর