এনআইডি তথ্য ফাঁস হওয়া ঠেকাতে নির্বাচন কমিশন নতুন পদক্ষেপ নিয়েছে । এনআইডি নিয়ন্ত্রক ও মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর জানান, এখন থেকে সরাসরি এনআইডি তথ্য প্রদান করা হবে না।
শুধুমাত্র নাম ও জন্মতারিখ দিয়ে চুক্তিবদ্ধ সকল প্রতিষ্ঠানগুলো অনলাইনে তাদের সকল তথ্য যাচাই করবে, সিস্টেমই এর সঠিকতা নিশ্চিত করবে । এছাড়া, সেবা চুক্তি বাতিল করা হয়েছে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের সঙ্গে এবং এই বিষয়ে নিরাপত্তা সার্টিফিকেট নিশ্চিত করার পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীও সিস্টেম পরিদর্শন করবে।