শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর ক্ষেত্রে ভারতের উত্তর-পূর্বাঞ্চলের ৫৫ শতাংশ এবং সারাদেশের ২১.১ শতাংশ উত্তরদাতা মনে করেন যে, যদি শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানো হয় তবে বাংলাদেশ-ভারত সম্পর্ক উন্নত হবে।
ভারতের জনপ্রিয় পত্রিকা দৈনিক ইন্ডিয়া টুডে এক্স-এ চালানো এক জরিপে দক্ষিণ-পূর্ব ভারতের ১৬ শতাংশ অংশগ্রহণকারী ও সারাদেশের ২৯.১ শতাংশ অংশগ্রহণকারী শেখ হাসিনাকে তৃতীয় কোনো দেশে পাঠানোর পক্ষে মতামত দেন।
এছাড়া, উত্তর-পূর্ব ভারতের ২৩ শতাংশ জনগন ও পুরো ভারতের ৩৭.৬ শতাংশ জনগন (উত্তরদাতা)ভারতের শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার সিদ্ধান্তকে সমর্থন করেছেন, যদিও এখন অনেকেই তাকে ফেরত পাঠানোর পক্ষে মত দিয়েছেন।