গতকাল সন্ধ্যায় কলকাতার ভারতীয় জাদুঘরের এবিসি অডিটোরিয়ামে পশ্চিমবঙ্গের বিরোধী বিজেপি বিধায়ক ও দলনেতা শুভেন্দু অধিকারী বলেছেন, প্রাণ বাঁচাতে ভারতে আশ্রয় নেয়া আওয়ামী লীগ নেতাকর্মীদেরকে রাজনৈতিক আশ্রয় দেওয়া উচিত। বাংলাদেশ ইন ক্রাইসিস শীর্ষক এই আলোচনায় তিনি এ বিষয়ে আহ্বান জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রতি ।
তিনি দাবি করেন যে, রোহিঙ্গা বা উগ্রপন্থি নন হিন্দু, বৌদ্ধসহ বাংলাদেশি সংখ্যালঘু ও আওয়ামী লীগের নেতাকর্মীরা , তাই আমাদের উচিত তাদের রাজনৈতিক আশ্রয় দেওয়া । এসব মানুষকে ভারতের মানবিক দায়িত্ব হিসেবে আশ্রয় দেওয়ার প্রয়োজনীয়তার ওপরও তিনি জোর দেন।