আজ ১৭ ফেব্রুয়ারি রোজ সোমবার অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, আয় করলেও কর দিচ্ছেন না— এমন জেলা, উপজেলা ও গ্রামাঞ্চলের ব্যবসায়ী ও চিকিৎসকদের ট্যাক্সের আওতায় আনতে কঠোর নির্দেশ দেওয়া হয়েছে ডিসিদের ।এই বিষয়ে শিগগিরই উদ্যোগ নেবে এনবিআর এবং এ বিষয়ে ডিসিরা তালিকা তৈরি করবেন।
তিনি আরও জানান, ডিজিটাল পেমেন্টের মাধ্যমে চিকিৎসক ও আইনজীবীদের ফি নেওয়ার ব্যবস্থা করা হবে, যাতে কর আদায় নিশ্চিত হয়। এছাড়া তিনি বলেন, যোগাযোগের অভাবে বাংলাদেশের গ্রামাঞ্চলের উৎপাদিত পণ্য যথাযথভাবে বাজারজাত হচ্ছে না, যা সমস্যা সৃষ্টি করছে উন্নয়নের ভারসাম্য রক্ষায় ।
ডিসিদের সঙ্গে তিনি আলোচনায় আরও বলেন, দুর্গম এলাকায় যোগাযোগ ব্যবস্থা আরও উন্নয়ন করতে হবে, শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধা দেওয়া, ছোট উদ্যোক্তাদের জন্য এসএমই খাতে লোনের ব্যবস্থা করা এবং পদক্ষেপ নেওয়া হবে কৃষির ওপর নজর দেওয়ার বিষয়ে ।