আজ ১৬ নভেম্বর রোজ রোববার সকাল ৯ টার দিকে রাজধানীর সিদ্দেশ্বরী ডিগ্রি কলেজ ক্যাম্পাসের প্রধান প্রবেশদ্বারে একটি কক্টেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। কেউ এই ঘটনায় হতাহত না হলেও কলেজ ক্যাম্পাসে ছড়িয়ে পড়ে আতঙ্ক।
এই বিষয়ে প্রত্যক্ষদর্শী কলেজ শিক্ষার্থী তাসীন জানান, একজন অজ্ঞাত ব্যক্তি গেটের বাইরে থেকে হঠাৎ কক্টেলটি ছুড়ে মারেন । সেটি কলেজ ক্যাম্পাসের ভেতরে এসে পড়ে এবং কেউ কিছু বুঝে উঠার আগেই সঙ্গে সঙ্গেই বিস্ফোরিত হয়। কক্টেল নিক্ষেপের পরই ওই ব্যক্তি দ্রুত সেখান থেকে পালিয়ে যায়।

বিস্ফোরণের শব্দে আশপাশে উপস্থিত শিক্ষার্থী, কলেজ কর্মচারী এবং স্থানীয়দের মধ্যে উত্তেজনা দেখা দেয়। বিষয়টি কলেজ কর্তৃপক্ষ দ্রুত সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীকে জানায়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং সেখানে থাকা সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গেছে।
কলেজের এক কর্মকর্তা জানান, “সৌভাগ্যক্রমে আহত হয়নি কেউ। বিষয়টি আমরা খুবই গুরুত্বের সঙ্গে নিচ্ছি।”
ঘটনাটিকে পুলিশ উদ্দেশ্যমূলক নাশকতা হিসেবে দেখছে এবং রাজনৈতিক বিরোধিতা হিসেবে নিয়েছেন। কলেজ এলাকার নিরাপত্তা জোরদার করা হয়েছে।

