আজ বিএনপির যুগ্ম-মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স মন্তব্য করেছেন , বিগত আওয়ামী লীগ সরকার পরিকল্পিতভাবে দেশের শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে ।
আজ ১৬ আগস্ট রোজ শনিবার দুপুর বেলা ময়মনসিংহ জেলা পরিষদ মিলনায়তনে এক সভা অনুষ্ঠিত হয়। সেখানে বেসরকারি স্কুল এসোসিয়েশনের (নন-এমপিও) নবনির্বাচিত কমিটির পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে রেখে এ কথা বলেন সালেহ প্রিন্স ।
তিনি বলেন, “পাবলিক পরীক্ষায় গণপাসৃ, উত্তরপত্রে অনিয়ন্ত্রিতভাবে নম্বর প্রদান করা এবং জিপিএ-৫ এর বাম্পার ফলনের ফলে প্রকৃত মেধা যাচাই প্রায় অসম্ভব হয়ে পড়েছে। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শ্রেণিকক্ষের পাঠদান কার্যক্রমের পরিবর্তে দিবস পালন ও আনুষ্ঠানিকতাই মুখ্য হয়ে উঠেছিল।”
লেখাভিত্তিক শিক্ষা-কার্যক্রম আবারো শুরু করার তাগিদ দিয়ে তিনি বলেন, “শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে ফিরিয়ে এনে প্রকৃত পাঠদান কার্যক্রম নিশ্চিত করতে হবে।”
বিএনপির এই নেতা চলমান রাজনৈতিক প্রসঙ্গ টেনে বলেন, “চব্বিশ সালের জুলাই-আগস্ট মাসে গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের সাহসী ও অগ্রণী ভূমিকা জাতি মনে রাখবে। সেই গণআন্দোলনের ধারাবাহিকতায় জনগণের আকাঙ্ক্ষা পূরণে গণতন্ত্রের অভিযাত্রায় আমরা এগিয়ে যাচ্ছি। এরই মধ্যে ‘জুলাই ঘোষণাপত্র’ প্রকাশিত হয়েছে এবং আগামী রমজানের পূর্বেই নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হবে।”
Tasin/Digital Khobor