আজ জাতীয় নাগরিক পার্টির সমন্বয়ক নাহিদ ইসলাম আজ গোপালগঞ্জে হামলার ঘটনার পর সেখানে বক্তব্য রাখেন।
তিনি সেখানে বলেন,
শহীদের রক্তের শপথ মুজিববাদীদের আমরা বাংলাদেশে গোপালগঞ্জে আর কোনদিন ধারা হতেদিব না। ইনকলাব ইনকলাব জিন্দাবাদ জিন্দাবাদ মুজিববাদ মুজিববাদ মুর্দাবাদ মুর্দাবাদ ইনকলাব ইনকলাব জিন্দাবাদ জিন্দাবাদ মুজিববাদ মুজিববাদ মুর্দাবাদ মুর্দাবাদ। প্রিয় সংগ্রামী গোপালগঞ্জবাসী, আসসালামু আলাইকুম সংগ্রামী গোপালগঞ্জবাসী। আজকে যারা আপনারা উপস্থিত হয়েছেন ,এই সমাবেশে আপনারা এই গোপালগঞ্জকে সামনে টিকিয়ে রাখবেন। আপনারা এই গোপালগঞ্জের সাহসী সন্তান । আমরা জানি, যদি আজকে বাধা না দেওয়া হতো যদি যে ধরনের ভয় ও আতঙ্ক তৈরি করা হয়েছে, সেটা যদি না করা হতো, গোপালগঞ্জের সাধারণ জনতা এখানে লোকে লোকারণ্য করে ফেলতো। আপনারা যারা দূর থেকে শুনছেন, আপনারা জানি আপনারা দূর থেকে শুনছেন।
প্রিয় গোপালগঞ্জবাসী
আমরা আজকে গোপালগঞ্জে এসেছিলাম। দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচি নিয়ে। আমরা কোন যুদ্ধের আহ্বান নিয়ে নয়। শান্তি এবং দেশ গড়ার আহ্বান নিয়ে গোপালগঞ্জে আজকে এসেছি। প্রিয় গোপালগঞ্জবাসী আমরা গোপালগঞ্জের নাম বদলাইতে আসি নাই। আমরা এসেছি ভবিষ্যৎ বাংলাদেশে এই নতুন বাংলাদেশে গোপালগঞ্জ মানুষের অধিকার। যাতে রক্ষা করা হয় সেই প্রতিশ্রুতি দিতে।
প্রিয় গোপালগঞ্জবাসী, মুজিববাদীরা আজকে বাধা দিয়েছে। গণঅভ্যুত্থানের মধ্যে আমরা বলেছিলাম বাধা দিলে বাধবে লড়াই। সেই লড়াইয়ে জিততে হবে এবং সেই লড়াইয়ে আমরা জিতেছিলাম। আজকে আবারো বাধা দেওয়া হয়েছে। দ্বিগুন গতিতে এর জবাব আমরা দিব ইনশাআল্লাহ। প্রিয় গোপালগঞ্জবাসী, আপনারা যারা এই গণঅভ্যুত্থানের পক্ষে রয়েছেন, নতুন বাংলাদেশের পক্ষে রয়েছেন, আপনাদেরকে দায়িত্ব নিতে হবে এই গোপালগঞ্জ যেন মুজিববাদীদের আশ্রয় কেন্দ্র হয়ে উঠতে না পারে। যদি পুলিশ প্রশাসন ব্যর্থ হয় নিজেদেরকে রক্ষা করার দায়িত্ব নিজেদের। জেলার মর্যাদা রক্ষা করার দায়িত্ব, বাংলাদেশকে রক্ষা করার দায়িত্ব আমাদের নিজেদেরকেই নিতে হবে- যেরকমটা আমরা গণঅভ্যুত্থানে নিয়েছিলাম।
প্রিয় গোপালগঞ্জবাসী; আমরা আজকে এতটুকুই বলতে এসেছি, গোপালগঞ্জ নামে এই বাংলাদেশে, এই সামনের বাংলাদেশে কোন বৈষম্য হবে না । গোপালগঞ্জ নামেও চাকরিতে কোন বৈষম্য আমরা সহ্য করবো না। কিন্তু গোপালগঞ্জেও কোন সন্ত্রাসীদের আস্তানা আমরা সহ্য করবো না। মুজিববাদীরা মুক্তিযুদ্ধকে কলুষিত করেছে। গোপালগঞ্জকেও কলুষিত করেছে। সেই গোপালগঞ্জকে আমরা আবার পুনরুদ্ধার করব। আবার সমুন্নত করব। প্রিয় সংগ্রামী বন্ধুগণ, আমাদের যারা সনাতন ভাই বোনেরা রয়েছেন, এই আওয়ামী লীগ সনাতন ভাই বোনদের জমি দখল করেছে। তাদের সাথে বেইনসাফি করেছে, আমাদের এই নতুন বাংলাদেশে আমরা সকল ধর্মের অধিকার রক্ষা করব। মান মর্যাদা রক্ষা করব। প্রিয় সংগ্রামী বন্ধুগণ, আজকে মুজিববাদীরা বাধা দিয়েছে। তাদেরকে জবাব দেওয়া হবে।
আমরা যদি আজকে এখানে দাঁড়িয়ে ঘোষণা দেই, সারা বাংলাদেশ এই গোপালগঞ্জে এসে জড়ো হবে। কিন্তু আমরা সময় দিয়ে যাচ্ছি। আজকে যে বাধা দেওয়া হলো কারা বাধা দিয়ে- কোন সাহসে বাধা দিয়েছে, কোন সাহসে মুজিববাদীরা এখনো গোপালগঞ্জে আশ্রিত রয়েছে, কারা আশ্রয় দিয়েছে, দ্রুত সময়ের মধ্যে বিচার যদি না হয় আমরা আবারো আসব। গোপালগঞ্জে আমরা নিজ হাতে দায়িত্ব নিয়ে গোপালগঞ্জকে মুজিববাদীদের থেকে মুক্ত করব ইনশাআল্লাহ।
জাতীয় নাগরিক পার্টি আপনাদের সাথে থাকবে। বাধা বিপত্তি যা কিছু আসুক আমরা আজকে এসে এখানে দাঁড়িয়েছি। আমরা আবারো আসবো জাতীয় নাগরিক পার্টি
আপনাদের সাথে থাকবে মুজিববাদের কবর রচনা করে -72 এর সংবিধানের কবর রচনা করে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলবো। এটা আপনাদের কাছে আজকে আমাদের ওয়াদা । আজকের এই দিনে আবু সাঈদ শহীদ হয়েছিলেন। আমাদের ওয়াসিম শহীদ হয়েছিলেন। আমাদের ছয়জন শহীদ হয়েছিলেন, সেই শহীদের রক্তের শপথ, মুজিববাদীদের আমরা বাংলাদেশে আর কোনদিন ধারা হতে দিব না।
Tasin/DBN