গত ১৫ মার্চ শুক্রবার ময়মনসিংহ নগরীতে সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীকে উত্ত্যক্ত করার কারণে আমিনুল ইসলাম (২৫) নামে এক নির্মাণশ্রমিককে এলাকাবাসী আটক করে মারধর করে এবং পরে তাকে পুলিশের কাছে সোপর্দ করেছে। তিনি নিয়োজিত ছিলেন মাসকান্দা এলাকার এক নির্মাণকাজে এবং কুড়িগ্রামের রাজারহাটে তার বাড়ি ।
বিকেল বেলা শিক্ষার্থীকে উত্ত্যক্ত করার সময় তাকে এলাকাবাসী ধরে ফেলে । জানা যায়, একই এলাকায় আগেও এক ছাত্রীকে তিনি উত্ত্যক্ত করেছিলেন।পুলিশ খবর পেয়ে গিয়ে তাকে উদ্ধার করে তারপর থানায় নেয়। ভুক্তভোগীর বাবা থানায় মামলা করেন।আমিনুলকে শনিবার আদালতে পাঠানো হয়েছে।