গতকাল শনিবার নরসিংদীর পলাশে ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আবদুল মঈন খান বলেন, ক্ষমতা বা পদ-পদবির জন্য নয় , জনগণের কল্যাণে জন্য তিনি রাজনীতি করেন।
তিনি বলেন, কালো টাকা, সন্ত্রাস ও দুঃশাসনের রাজনীতিতে বিএনপি বিশ্বাস করে না, বরং চর্চা করে সততা ও গণতন্ত্রের রাজনীতি । তিনি এই বলে হুঁশিয়ারি দেন, যদি টাকার বিনিময়ে বিএনপির কমিটিতে আওয়ামী লীগ সমর্থকদের আশ্রয় দেওয়া হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও বলেন, সুষ্ঠু নির্বাচনের দাবিতে বিগত ১৭ বছর বিএনপি আন্দোলন করেছে, যেখানে মিথ্যা মামলা দেওয়া হয়েছে ৫০ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে ।