গতকাল শনিবার বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী চট্টগ্রামের ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আয়োজিত ইফতার মাহফিলে মন্তব্য করেন, জনগণের প্রতিনিধিত্ব ছাড়া এদেশে গণতন্ত্রহীন দিন অতিবাহিত হচ্ছে।
তিনি এই বিষয়ে বলেন, কোনো সরকার বা প্রশাসন জনগণের সমর্থন ছাড়া কার্যকর লাভ করতে পারে না। জনগণের সমর্থিত সংসদ ও সরকার দরকার গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করার জন্য। রাজনৈতিক সংস্কৃতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, মতপার্থক্য থাকলেও আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
তিনি আরও মন্তব্য করেন, দেশের মানুষের মানসিকতায় পরিবর্তন এসেছে শেখ হাসিনার সরকার পতনের পর ।