প্রাথমিক বিদ্যালয়ের বাদ পড়া সুপারিশপ্রাপ্ত সহকারী শিক্ষকরা সবাই ১১তম দিনেও পুনরায় নিয়োগের দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন শাহবাগে । ১৬ ফেব্রুয়ারি রোজ রোববার সকাল থেকেই জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নেন তারা।
তাদের অভিযোগ এই যে, তিনটি ধাপে চূড়ান্তভাবে পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সুপারিশপ্রাপ্ত হলেও, গত ২ ফেব্রুয়ারি হাইকোর্টের এক রিট আদেশে বাতিল করা হয় তাদের এই নিয়োগ। এরপর থেকেই তারা পুনরায় আন্দোলন চালিয়ে যাচ্ছেন নিয়োগের দাবিতে এবং সড়ক না ছাড়ার ঘোষণা দিয়েছেন চাকরির নিশ্চয়তা না পাওয়া পর্যন্ত ।