যুদ্ধবিরতির চুক্তি ঘোষণার পরও গাজায় এখনো ইসরায়েলি তাণ্ডব অব্যাহত রয়েছে । ১৫ জানুয়ারি (বুধবার ) ঘোষণা আসার পর মাত্র কয়েক ঘণ্টার ভিতর ইসরায়েলি আগ্রাসনে প্রাণ হারিয়েছে কমপক্ষে আরও ৪০ জন ফিলিস্তিনি।
ইসরাইল থেকে সবচেয়ে তীব্র হামলা হয়েছে রেদওয়ান এলাকাগুলতে। ২০ জন নিহত হয়েছে শুধু সেখানেই । খান ইউনিসের কিজান রাশওয়ান এলাকাতেও অনেক ভয়াবহ হামলা হচ্ছে । নিশ্চিত হওয়া গেছে ২ জনের প্রাণহানির খবর । নিহতের সংখ্যা আরও বাড়বে শঙ্কা করা হচ্ছে ।
২০২৩ সালের অক্টোবরে ইসরায়েলে হামাসের নজির বিহীন হামলার পর থেকেই টানা ১৫ মাস ধরে নেতানিয়াহু বাহিনীর আগ্রাসন চলছে । হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে জানা যায় , এ পর্যন্ত মোট প্রাণ হারিয়েছেন ৪৬ হাজার ৭শ’ ফিলিস্তিনি, আহত প্রায় ১ লাখ ১০ হাজারের বেশী।
যুদ্ধবিরতির সিদ্ধান্তে তিনটি দেশ মধ্যস্থতা করছে—মিশর , কাতার ও যুক্তরাষ্ট্র। বুধবার রাতে কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুল রহমান বিন জসিম আল-থানি দোহায় এক সংবাদ সম্মেলনে যুদ্ধবিরতির সিদ্ধান্ত নিশ্চিত করেন। কাতারের প্রধানমন্ত্রী বলেন, গাজায় যুদ্ধবিরতির যে চুক্তি করা হয়েছে তা ১৯ জানুয়ারি, রোববার থেকে কার্যকর হবে।
চুক্তি অনুযায়ী প্রথম ধাপেই হামাস মুক্তি দেবে ৩৩ জন ইসরায়েলি বন্দিকে, যাদের মধ্যে রয়েছেন সব নারী, শিশু ও ৫০ বছরের বেশি বয়সী পুরুষরা ।