ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে গুলির ৭২ ঘণ্টা পার হলেও এখনও অধরা শুটিং মিশনে অংশ নেয়া দুজন। তবে মিশনে সহায়তার অভিযোগে ধরা পড়েছে ৮ জন। মূল অভিযুক্তরা সীমান্ত দিয়ে ভারতে পালিয়েছে কি না তা পুরোপুরি নিশ্চিত নয় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
হাদিকে হত্যাচেষ্টাকারী শুটার ফয়সাল ও আলমগীর ময়মনসিংহ সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার গুঞ্জন উঠেছে। তবে ওই দুই শুটারের ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্ত দিয়ে পালানোর বিষয়টি নিশ্চিত নয় বলে জানিয়েছেন বিজিবির সেক্টর কমান্ডার সরকার মো. মোস্তাফিজুর রহমান।
অপরদিকে,
ওসমান হাদিকে হত্যার উদ্দেশ্যে তাকে গুলি করার ঘটনায় জড়িত হামলাকারী সাবেক ছাত্রলীগ নেতা ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান এবার ভারতের আসাম থেকে তোলা সেলফি ও ফোন নম্বর প্রকাশ করা হয়েছে। ১৪ ডিসেম্বর রোজ রোববার রাতে সাংবাদিক জুলকারনাইন সায়ের সামাজিক মাধ্যমে প্রকাশ করেন মাসুদের এই ছবি ও ফোন নম্বর । তবে কি হামলাকারীদেরকে ধরতে অক্ষম হলেন বিজিবি?
সোমবার (১৫ ডিসেম্বর) ময়মনসিংহের-৩৯ বিজিবির সেক্টর সদর দফতরে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
মানবপাচারে সহায়তাকারী ফিলিপ স্নাল নামে একজনকে খুঁজছেন জানিয়ে মোস্তাফিজুর রহমান বলেন, ফিলিপ স্নালের বাড়ি হালুয়াঘাটের ভুটিয়াপাড়া এলাকায়। মানবপাচারে জড়িত চক্রগুলোর কাছ থেকে ফিলিপের সংশ্লিষ্টতা সম্পর্কে তথ্য পাওয়ায় তার খোঁজ করা হচ্ছে। যদি অভিযুক্ত ব্যক্তিরা সীমান্ত পার হয়ে থাকেন, তাহলে ফিলিপ স্নাল ভালো বলতে পারবেন। ফিলিপ স্নালকে আটক করা গেলে পুরো বিষয় নিশ্চিত হওয়া যাবে। কীভাবে যোগাযোগ করা হয়েছে,কীভাবে ও কত পরিমাণ টাকা লেনদেন হয়েছে,বর্ডারের ওপারে কাদের সঙ্গে তারা যোগাযোগ , আদৌ পাচার হয়েছে কি না, সেটি জানা যাবে।
বিজিবির এ কর্মকর্তা বলেন, ১২ ডিসেম্বর ঢাকায় ওসমান হাদির ওপর গুলিবর্ষণের ঘটনা ঘটে। ওই দিন বিজিবি সদর দফতরের নির্দেশনায় রাত সাড়ে ৮টা থেকে ৯টার মধ্যে ৩৯ সীমান্তের সম্ভাব্য রুটগুলো চিহ্নিত করে টহল ও চেকপোস্ট বসানো হয়। পরদিন শনিবার (১৩ ডিসেম্বর) পুলিশ ও বিজিবির যৌথ অপারেশনের মাধ্যমে সন্দেহভাজন হিসেবে শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় অবস্থানরত ফিলিপ স্নাল নামের এক ব্যক্তিকে আটকের পরিকল্পনা করা হয়। এক্ষেত্রে অভিযুক্ত ব্যক্তিরা অঞ্চলটি দিয়ে ভারতে পালালে ফিলিপ ভালো বলতে পারবেন, তবে পাওয়া যায়নি ফিলিপকে। ফিলিপের স্ত্রী হলেন ডেলটা চিরান, শ্বশুর ইয়ারসন রংডি ও মানব পাচারকারী লুইস লেংমিঞ্জাকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য আনা হয়েছে বারোমারী বিওপিতে । সোমবার ভোরে ফিলিপ স্নালের আত্মীয় বেঞ্জামিন রিচান (৩০) নামের এক যুবককে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়েছে। তাকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
‘যারা জড়িত থাকতে পারেন বা যে বহন করতে পারেন- এমন লোকদেরকে আটকের জন্য পুলিশের পক্ষ থেকে আমাদের সঙ্গে যোগাযোগ করা হয়। অপারেশন পরিচালনার জন্য বিভিন্ন সোর্সের তথ্য দিয়ে আমরা পুলিশকে সর্বাত্মক সহযোগিতা করি, যাতে সন্দেহভাজনদের গ্রেফতার করা হয়’, যোগ করেন মোস্তাফিজুর রহমান।
রাজধানীর পল্টনের বক্স কালভার্ট এলাকায় শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে রিকশায় যাচ্ছিলেন ওসমান হাদি। হঠাৎ তাকে গুলি করে পালিয়ে যায় দুই মোটরসাইকেল আরোহী।
সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দুই হামলাকারীর পরিচয় নিশ্চিত হয় আইনশৃঙ্খলা বাহিনী। শুটার নিষিদ্ধ ছাত্রলীগ নেতা ফয়সাল করিম মাসুদ ও আলমগীর শেখের সম্ভাব্য অবস্থান খুঁজে বের করতে ঢাকা, সাভার, নারায়ণগঞ্জ, ময়মনসিংহ ও শেরপুরে সীমান্তে একের পর এক অভিযান চালায় পুলিশ ও র্যাব। মূল অভিযুক্তরা এখনও অধরা হলেও ধরা পড়েছেন হামলায় ব্যবহৃত বাইক-মালিক হান্নান, প্রধান আসামি ফয়সালের স্ত্রী সামিয়া, শ্যালক শিপু ও প্রেমিকা মারিয়া। সীমান্ত পারাপারে জড়িত অভিযোগে আটক করা হয়েছে সঞ্জয় চিসিম ও সিবিরন দিও নামের দুজনকে। এছাড়া, রোববার (১৪ ডিসেম্বর) রাতে আটক করা হয়েছে দুই সিএনজি চালককে।
হামলার দুদিন পর পল্টন থানায় হত্যাচেষ্টা মামলা করেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবেদ। আটককৃতদের মধ্যে ৪ জনকে সোমবার গ্রেফতার দেখিয়েছে পুলিশ।

